No products in the cart.
ভূমিকাঃ
বিগত দিনগুলোতে নিজের জীবনের সমস্যাগুলো যেভাবে দেখেছি, আপনাদের নিয়ে যতটুকু কাজ করার সুযোগ পেয়েছি, বিশেষ করে ব্যক্তিগত পর্যায়ে লাইফ কোচিং বা মেন্টরিং করাতে গিয়ে যে বিষয়গুলো উঠে এসেছে এবং সর্বোপরি আশপাশে ঘটে চলা নানা পারিবারিক/সামাজিক ইস্যুগুলো পর্যালোচনা করে আমার দৃঢ় বিশ্বাস তৈরি হয়েছে যে, আমাদের সমস্যাগুলো মোটাদাগে একইরকম। মনের জায়গায় সবাই কেমন যেন কুঁকড়ে আছি। এলোমেলো হয়ে যাওয়া সুতাগুলো গুছাতে হিমসিম খাচ্ছি। এদিক টানতে ওদিক জট পাকিয়ে যাচ্ছে! বেঁচে আছি ঠিকই কিন্তু মন খুলে বাঁচতে পারছি না।
ছেলেবেলায় ভাবতাম বড় হয়ে পড়াশুনা শিখে, চাকুরী/ব্যবসা করে একটু ভালো থাকব। কিন্তু আজ অনেক অর্জনের পরও ‘ভালো থাকা’ যাচ্ছে না। তাহলে তো সেই ছোটবেলাই বেশ ছিল, যখন অনেক কিছুই ছিল না, কিন্তু আমরা মন খুলে হাসতাম, আনন্দ করতাম। তাহলে এতকিছু পেয়েও কেন লাভ হচ্ছে না?
অতীতের যেকোন সময়ের তুলনায় বিজ্ঞান ও প্রযুক্তিতে আমরা সবচেয়ে এগিয়ে। জীবন ও জীবিকাকে সহজ করতে আজ কতশত আয়োজন! অথচ মনের শান্তির দিক থেকে সম্ভবত এখনই আমরা সবচেয়ে পিছিয়ে। ইন্টারনেট বা সামাজিক যোগাযোগ মাধ্যমের ভুল ব্যবহার ব্যক্তিগত ও পারিবারিক জীবনকে করছে বিষাক্ত!
সমস্যাগুলোর একটা বড় দিক হচ্ছে যে, পরামর্শ করার জন্য আমরা সঠিক মানুষ পাই না। নিরাশা কিংবা ভুল মানুষের সান্নিধ্য আমাদের ভুলপথে নিয়ে যায়। কারও কারও ক্ষেত্রে বিষয়গুলো এতটাই জটিল হয়ে ওঠে যে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হন।
এমন সব বিরক্তিকর, গৎবাঁধা ঝামেলা থেকে নিজেকে বের করে নিয়ে সবচেয়ে মূল্যবান সম্পদ – “জীবন” কে নতুন করে চেনানোই হচ্ছে “রিস্টার্ট ইয়োরসেলফ” এর মূল উদ্দেশ্য। ফোন বা কম্পিউটার হ্যাং হলে যেমন রিস্টার্ট দেই, তেমনি সময় হয়েছে নিজেকে রিস্টার্ট দেবার। সেই সাথে শরীর, মন, জীবনী শক্তি, সময়, সম্পর্ক ইত্যাদি বিষয়ে দৃষ্টিভঙ্গি পাল্টানোর মাধ্যমে ভাবনার জগতকে করব সহজ ও আনন্দময়।
“রিস্টার্ট ইয়োরসেলফ” কাদের জন্য? এক কথায় উত্তর – সবার। যারা আবেগের চোরাবালিতে আটকা পরে আছেন। অতীত ঘটনা কিংবা অন্যের আচরনে কষ্ট পাচ্ছেন। যারা মনের কয়েদখানা থেকে মুক্তি চান। ক্ষতিগ্রস্থ সম্পর্কগুলো মেরামত করতে চান কিংবা অন্যান্য সম্পর্কগুলো ভালোভাবে ম্যানেজ করতে চান। যারা চিন্তার স্বচ্ছতা চান, চান সঠিক সিদ্ধান্ত গ্রহনের আত্মবিশ্বাস। ছাইপাঁশ ভুলে গুরুত্বপূর্ন কাজে মনযোগ দিতে চান।
“রিস্টার্ট ইয়োরসেলফ” করে কী হবে? অনেক কিছু! ব্যক্তিগত মুক্তি ও চিন্তা করার স্বাধীনতা আপনাকে দেবে চাপমুক্ত জীবন। জীবনের সঠিক লক্ষ্য আপনার কাজের অগ্রাধিকার তৈরি করে দেবে। যেকোন কাজে প্রশান্তি পাবেন। ফলে আপনাআপনি অনেক বেশী কাজ করার শক্তি চলে আসবে যা এনে দেবে ক্রমিক সাফল্য ও সমৃদ্ধি।
গত দেড় বছরে ৪টি বিভিন্ন ব্যাচের মাধ্যমে আমরা ৭৫ জন রিস্টার্ট ইয়োরসেলফ গ্রাজুয়েট ও ২০ জন ইউথ গ্রাজুয়েট তৈরি করেছি। বিভিন্ন প্যারামিটারে তাদের প্রভূত উন্নতি দেখা গেছে। বর্তমানে তারা সবাই রিস্টার্ট ইয়োরসেলফ গ্রাজুয়েটস প্লাটফর্মে সংযুক্ত আছেন।
আগামী জুন মাসের ১ তারিখ থেকে ৫ম ব্যাচের ক্লাস শুরু করতে যাচ্ছি। ১২ সপ্তাহে ১২টি মূল ক্লাস ও আরও ১২টি ক্যাচ-আপ ক্লাস হবে। ক্লাসগুলো হবে ডিজিটাল মিডিয়ামে যেন পৃথিবীর যে কোন প্রান্ত থেকে যে কেউ যোগ দিতে পারেন। ক্লাসগুলোতে বিষয়ভিত্তিক আলোচনার পাশাপাশি জীবনঘনিষ্ট নানা প্রশ্ন নিয়ে বিস্তর কথা বলার সুযোগ থাকবে। ক্লাস শেষে নানাধরনের প্রাকটিস থাকবে যাতে আলোচ্য বিষয়গুলোকে আয়ত্বে আনা যায়।
কোর্সটিতে যোগ দেয়ার সময় পাবেন রিস্টার্ট ইয়োরসেলফ বই ও ওয়ার্কবুক। আর কোর্সটি সফলভাবে শেষ করলে পাবেন সার্টিফিকেট, বিশেষ উপহার এবং সর্বোপরি রিস্টার্ট ইয়োরসেলফ গ্রাজুয়েটস প্লাটফর্মের আজীবন সদস্যপদ।
আবেদন ফর্ম জমা দেবার শেষ তারিখঃ ২২ মে (শনিবার) রাত ১২টা পর্যন্ত।
৫ম ব্যাচের ক্লাস শুরুঃ ৪ জুন (শুক্রবার)।
আপনার প্রাথমিক আবেদনের প্রেক্ষিতে বাছাইকৃতদের সাথে পরবর্তী পদেক্ষেপ বিষয়ে সরাসরি যোগাযোগ করা হবে।
এ সংক্রান্ত যে কোন তথ্য বা পরামর্শের জন্য ইমেইল করতে পারেন: restartyourselfbd@gmail.com এই ঠিকানায়।
সুখী, সমৃদ্ধ ও অর্থবহ জীবনের পথে স্বাগতম!
ধন্যবাদ।
(বিঃদ্রঃ অনুগ্রহ করে ফর্মটি ইংরেজি ফন্টে পূরণ করুন।)